সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে দর্শনায় মানববন্ধন

দর্শনা অফিস

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে দর্শনা প্রেসক্লাবের
আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দর্শনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ
সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলায় জড়িত সকল
দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা।
এসময় উপস্থিত দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল
হোসেন এবং সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ, সাবেক সভাপতি হানিফ মন্ডল, মনিরুজ্জামান ধীরু, চ্যানেল ২৪ এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
রেজাউল করিম লিটন, বাংলাদেশ প্রেসক্লাব সংযুক্ত আরব আমিরাতের দপ্তর সম্পাদক, প্রবাসী সাংবাদিক এসএম শাফায়েত, দামুড়হুদা প্রেসক্লাবের
সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজীর ফয়সাল, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার প্রতিনিধি রয়েল হোসেন, চ্যানেল এস টিভির
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আফজালুল হক বাদল, দর্শনা সিডিএল এর পরিচালক কবি আবু সুফিয়ান, দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকসহ জেলার
কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *