স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার জালশুকায় চলন্ত পাওয়ারট্রলি ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে পাওয়ারট্রলিতে থাকা ২৬ শ্রমিকের মধ্যে ১৪জন শ্রমিক আহত হয়েছেন।
তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধার পর দিকে
জালশুকা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢালাই শ্রমিকরা কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পাওয়ারট্রলির সামনের হ্যাঙ্গারের পিন ভেঙ্গে ইঞ্জিন থেকে বডি আলাদা হয়ে যায়।
এতেই ১৪ জন শ্রমিক আহত হয়েছে। তারা শঙ্করচন্দ্র গ্রাম থেকে ছয়ঘরিয়া গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিল। আহতরা হলেন ছয়ঘড়িয়া গ্রামের ঢালাই
শ্রমিক মকিদুল ইসলাম (৪৫), হাফিজুর (৩৫), জুলফিকার আলী (৬০), মুন্না (১৮), আনোয়ার (৪০), খালেদ মাসুদ (২৮), লাল্টু (২৫), রাব্বী (২০), আল আমিন
(২৬), মামুন (৪৮) আশাদুল (২৮) হোসেন (৩২)। এরমধ্যে একই গ্রামের সাইফুল ইসলাম (২৮) ও জনির (২৪) অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে হাসপাতালে
ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী মৌ বলেন, সন্ধ্যা ৭টার দিকে ১৪-১৫ জন আহত
হয়ে জরুরি বিভাগে আসেন। এরমধ্যে দুজনের অবস্থা আশংকাজন হওয়া তাদেরকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি
ফিরেছে।