জীবননগর অফিস
জীবননগর প্রেসক্লাবের সাধাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর প্রেসক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক রিপন হোসেন। সভার শুরুতে গাজীপুরে সাংবাদিক হত্যার নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়। সভাপতি তাঁর সূচনা বক্তব্যে প্রেসক্লাবকে জনবান্ধব করে গড়ে তোলার কথা ব্যক্ত করেন। প্রেসক্লাবে একটি নিউজ পেপার কর্ণার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন শামসুল আলম, আতিয়ার রহমান, হাজী আবজালুর রহমান ধীরু, কামাল উদ্দিন যোয়াদ, শেখ শহিদুল ইসলাম, চাষী রমজান আলী, মোতাসিন বিল্লাহ, আমিনুর রহমান নয়ন, মতিয়ার রহমানসহ অনেকেই।