চুয়াডাঙ্গায় জামায়াতের পেশাজীবি সমাবেশে অ্যাড. রুহুল আমিন সৎ মানুষ ইনসাফ কায়েম করতে পারে

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় জামায়াতের পেশাজীবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বেগনগর বিলাল কিন্ডারগার্টেন স্কুলের হল রুমে জেলা পেশাজীবি ইউনিটের পক্ষ থেকে আয়োজন করা হয়। পেশাজীবি  ইউনিটের সভাপতি অধ্যাপক খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর অ্যাড. রুহুল আমিন।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের  মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, অ্যাড. আসাদুজ্জামান, আব্দুল কাদের, জেলা কর্মপরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়াউল হক, আলতাফ হোসেন, নূর মোহাম্মমদ হোসাইন টিপু, মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হীরক, মাওলানা মহি উদ্দিনও ইসলাইল হোসেন প্রমুখ। উপস্থাপনা করেন পেশাজীবি ইউনিটের  সেক্রেটারি দারুস সালাম।

এদিকে একই স্থানে সকাল সাড়ে ১০টায় সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইনের সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মাধ্যমে জেলা প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হকের সঞ্চালনায় দায়িত্ব¡শীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর অ্যাড. রুহুল আমিন।

তিনি বলেন জামায়াত কর্মী মানেই সমাজ কর্মী। সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে উপজেলা, পৌর সভায় ও ইউনিয়নে দাতব্য চিকিৎসার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান করতে হবে। সেই সাথে বৃক্ষ রোপন, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, রাস্তা মেরামত, অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন আমরা সাধারণত যা খাই তা থেকে এতিম মিসকিনদের মাসে অন্তত দুইজনকে খাবারের ব্যবস্থা করতে হবে। উপজেলা দায়িত্ব¡শীলদের উদ্দেশ্য বলেন, আপনারা ইউনিয়ন দায়িত্ব¡শীলদের নিয়ে প্রতি মাসে উপজেলাতে প্রোগ্রাম করতে হবে, সেই প্রোগ্রামে ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবে যত সমাজ কল্যাণ মুলক কাজ করবেন, তার রিপোর্ট পেশ করতে হবে। মাসিক রিপোর্ট তৈরি, উর্ধ্বতন সংগঠনে জমা ও সংরক্ষন এ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া কামাল উদ্দিন, দারুস সালাম আব্দুর রউফ, প্রভাষক শফিউল আলম বকুল, অ্যাড. হাসিবুল ইসলাম, জনাব টিটন, রফিকুল ইসলাম জিয়া, আব্বাস উদ্দিন, মাহের আলী, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাহবুব আশিক, আবুল কালাম আজাদ, ইমরান হোসেন, আব্দুল জব্বার, আসির উদ্দিন, মাসুম বিল্লাহ, মাওলানা আশরাফুল আলম, ইউসুফ আলী, মাওলানা মনির উদ্দিন, শাহজাহান আলী, নজরুল ইসলাম, আবুল বাশার, মাওলানা মাযহারুল ইসলাম, খায়রুল ইসলাম, মাওলানা আবুবকর , হারুন অর রশিদসহ সমাজ কল্যাণ বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *