আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক রুকন সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক রুকন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে রোকন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল।

সভায় প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু ও আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম।

প্রধান অতিথি রুকনদের জুলাই মাসের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা করেন এবং বলেন, আল-কুরআন, আল-হাদীস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন বাড়াতে হবে। আগামী মাসে রুকনদের জনশক্তি বৃদ্ধির বার্ষিক পরিকল্পনা পর্যালোচনা করা হবে।

সভাটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা। এছাড়াও উপ¯ি’ত ছিলেন, সাবেক উপজেলা আমীর আসাদুজ্জামান সোনা মাস্টার, নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা শাখার অধিকাংশ রুকন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *