অনলাইন ডেস্ক
বিগত তিন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাওয়ার প্রেক্ষিতে এসব কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি। সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।
ইসি সূত্র বলেছে, এর আগে দায়েরকৃত এ সংক্রান্ত মামলার তদন্ত করার স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইসির কাছে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়েছিল। এরপর নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে। ইসি এসব তথ্য সংগ্রহ করার জন্য ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সব জেলা প্রশাসকের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে। তথ্য আসার পর তা পিবিআইকে দেওয়া হবে।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সকল জেলা প্রশাসককে ইসির পাঠানো এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডিএমপির শেরেবাংলা নগর থানার মামলা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সকল জেলা বা সকল মেট্রোর নির্বাচনী এলাকার নির্বাচনকালীন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী বা বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করে।
এর আগে বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়েছিল পিবিআই।