আলমডাঙ্গা অফিস
একজন কিংবদন্তীর পরলোকগমন আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মরহুম আকবর আলি মালিথার সেজ ছেলে হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক, কবি, সাহিত্যিক এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে তিনি তার নিজ বাসভবন চন্দ্র প্রভায় স্ট্রোকে আক্রান্ত হন। এই সময় তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদীতে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, পথিমধ্যেই রুগী মৃত্যু বরণ করেছন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। ৭১ বছর বয়সে একাত্তরের রণাঙ্গনের এই যোদ্ধা, জাতীর শ্রেষ্ঠ সন্তান চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে আলমডাঙ্গা উপজেলাসহ সমগ্র জেলায় শোকের ছায়া নেমে আসে।
আবুল কাশেম মাস্টার হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক হিসেবে দীর্ঘ সময় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। একই সাথে তিনি একজন গুণী কবি ও সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেন। তার লেখা অসংখ্য কবিতা ও সাহিত্যকর্ম স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমাদৃত হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও তার অবদান ছিল অনস্বীকার্য। স্বাধীনতা যুদ্ধে তার সাহসী ভূমিকা আজও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন।
আবুল কাশেম মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আবুল কাশেম মাস্টারকে হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আজ মঙ্গলবার সকাল ১০টায় গার্ড অফ অনার প্রদান করা হবে হবে এবং নগর বোয়ালিয়া – হাট বোয়ালিয়া কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।