আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের ভাই ও আলমডাঙ্গা একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ২৯ জুলাই, ২০২৫ (সোমবার) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিট থেকে ১টা ৫৫ মিনিটের মধ্যে উপজেলার নওদা বন্ডবিল গ্রামে। গভীর রাতে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে ছড়িয়ে পরিবারের সদস্যদের অচেতন করে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালঙ্কার, ৪৫ হাজার টাকার রুপার গয়না এবং নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এনামুল হক জানান, এসব স্বর্ণালঙ্কার তার মেয়ের বিয়ের জন্য জমা করা হয়েছিল। চুরির ঘটনার সময় তার মেয়ে হঠাৎ জেগে উঠে চিৎকার করলে চোরেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে বিষয়টি জানতে পারেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। এরপর ৯৯৯-এ ফোন করলে আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে গত শনিবার দিবাগত রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) বাবলু খাঁনসহ পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে নওদা বন্ডবিল গ্রামের মন্টু আলীর ছেলে সজিব হোসেন, আহাদ আলীর ছেলে সাজিদুর রহমান এবং গোবিন্দপুর গ্রামের সোহরাব আলীর ছেলে মোজ্জাম্মেল কাজল ও ঝন্টু মিয়ার ছেলে সোহান আলীকে গ্রেফতার করা হয়। গতকাল তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি মাসুদুর রহমান বলেন, আলমডাঙ্গায় আইনশৃঙ্খলার উন্নয়নে আমরা সবসময় সচেষ্ট। এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের সহায়তা ও আস্থা নিয়েই আমরা একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয়রা জানান, এই ঘটনাটি গোটা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছিল। তবে পুলিশের দ্রুত পদক্ষেপ ও সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেছেন। মালামাল উদ্ধারের জন্য তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
আলমডাঙ্গায় ডিএমপি কমিশনারের ভাইয়ের বাড়িতে চাঞ্চল্যকর চুরি, অভিযুক্ত চারজন গ্রেফতার
