ভালোবাসার টানে চুয়াডাঙ্গার জীবননগরে ছুটে এলো মালয়েশিয়ান তরুনী

জীবননগর অফিস

ভালোবাসার টানে সুদূর মালয়েশিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে এসেছেন মালয়েশিয়ান তরুণী স্মৃতিনূর আতিকা বিনতে আব্দুল ওহাব(৩০)। বিয়ে করছেন উপজেলার উথলী গ্রামের জিনারুল মল্লিকের ছেলে মালয়েশিয়া প্রবাসী রিংকু রহমানকে(৩২)। আজ রবিবার সকালে স্মৃতিনূর আতিকা জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের তেতুলতলা পাড়ার প্রবাসী রিংকুর বাড়িতে এসে পৌছায়। এর আগে শনিবার(২ আগস্ট) সন্ধ্যায় স্মৃতিনূর আতিকা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছুলে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান রিংকু রহমানসহ তার পরিবারের লোকজন। দুই পরিবারের সম্মতিতে তারা চলতি বছরে ৩ জানুয়ারী মালয়েশিয়াতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

রিংকু রহমান জানান, ২০১৮ সালে আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের জন্য মালয়েশিয়াতে যাই। যাওয়ার কয়েকমাস পরেই স্মৃতিনূর আতিকার সাথে আমার পরিচয় হয়। এরপর আমাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা হতে থাকে। মোবাইল ফোনে কথা বলতে বলতে ভালোলাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়। পরে এই বছরের জানুয়ারি মাসে আমরা পরিবারের সম্মতিতে মালয়েশিয়াতে বিয়ে করি। আমি ছুটিতে বাড়িতে গেলে তারও বাংলাদেশে আসার কথা ছিলো। আমি এখন দেশে আছি। তাই সেও আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। রিংকু রহমান আরও বলেন, সে ছয় মাসের ছুটিতে বাংলাদেশে এসেছে। এরমধ্যে তিন মাস অতিক্রম হয়েছে। ছুটি শেষ হয়ে গেলে স্ত্রী কে সাথে নিয়ে আবার মালয়েশিয়াতে চলে যাবো।

রিংকু রহমানের পিতা জিনারুল মল্লিক বলেন, ছেলের পছন্দকে সম্মান জানাতে আমরা এই বিয়েতে সম্মতি দিয়েছিলাম। আমাদের বউমা ভিনদেশী হলেও সবার সাথে মিলেমিশে চলছে। অল্প সময়ের মধ্যে সে সবাইকে মানিয়ে নিয়েছে। আমার বউমা এখন কয়েকদিন গ্রামের বাড়িতে থাকবেন। এদিকে মালয়েশিয়ান তরুণী আসার সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ান তরুনীকে এক নজর দেখার জন্য রোববার সকাল থেকে রিংকু রহমানের বাড়িতে প্রতিবেশীরা ভিড় জমায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *