আলমডাঙ্গায় বিধবা নারীর বসতভিটায় আগুন, জমি দখলের অভিযোগ

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী গ্রামে জমি দখল নিয়ে এক বিধবা নারীর বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।  গতকাল শনিবার দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। 

লিখিত অভিযোগে জানাযায়, দীর্ঘদিন ধরে তার বসতভিটার উপর জোরপূর্বক দখল বজায় রেখে আসছিল স্থানীয় দুই ব্যক্তি। ভুক্তভোগী মোছাঃ খোদেজা বেগম জানান, তার স্বামী মৃত মজিবর রহমান লাড্ডুর ওয়ারিশসূত্রে পাওয়া ৭ কাঠা জমির মধ্যে ৩.৫ কাঠা জমি তিনি নিজে ভোগদখল করে বসবাস করে আসছেন। কিন্তু একই গ্রামের আজিজুল হক টোকেন ও তার ছেলে রিমন দীর্ঘদিন ধরে তার জমি দখল করে রেখেছে। জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করায় তাদের হাতে একাধিকবার লাঞ্ছিত হতে হয়েছে বলেও জানান তিনি।

গতকাল শনিবার দুপুরে খোদেজা বেগমের বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে দাবি করেন তিনি। এতে তার ঘরে রাখা খড়ি ও অন্যান্য মালামাল পুড়ে যায়। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভান এবং পরিবারের সদস্যদের উদ্ধার করেন।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা এর আগেও বসতঘরের পানি সরবরাহের মোটরের পাইপ কেটে দেয়। জমি ছাড়ার জন্য নিয়মিত হুমকি-ধমকি, গালিগালাজ এবং প্রাণনাশের ভয় দেখায় বলেও অভিযোগ উঠেছে।

খোদেজা বেগম বলেন, আমি এখন পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দিনরাত আতঙ্কে থাকি। প্রশাসনের কাছে আমরা দ্রুত সহযোগিতা চাই।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *