জীবননগর অফিস
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জীবননগর উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সাধারণ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. শোয়েইব হোসেন।
অনুষ্ঠানে তাপস কুমারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান । এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এটম, সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি নাসরিন পারভিন ডালিয়া, সিনিয়র সহ-সভাপতি সামাউল হক, উপজেলা সাধারণ সম্পাদক সাহানসিন ছবির স্বপন সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শিক্ষক সমিতির সকলকে আগামী নির্বাচনে সম্মিলিতভাবে কাজ করতে হবে একই সাথে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের সুবিধার্থে ও গণতান্ত্রিক উপায়ে স্বচ্ছতার সাথে সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচন দিতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।