স্টাফ রিপোর্টার
আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানের সুস্থ্যতা কামনায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগে ১ হাজার ২০০ অসহায় ও গরীব পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলা ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার সকল ইউনিয়ন, দর্শনা থানা ও জীবননগর উপজেলায় খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, দর্শনা সাংগঠনিক থানার আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সেক্রেটারী সাখাওয়াত হোসেন, দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারী আবেদ- উদ- দৌলা, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম জিয়া, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, জীবননগর আইটি ও প্রচার বিভাগের সভাপতি হারুন অর রশিদসহ দামুড়হুদা উপজেলা সকল ইউনিয়ন আমীর ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।