স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় ৬ জন বাংলাদেশীকে আটক করা হয়েছে। গত দুই দিনে বাঘাডাঙ্গা ও কুসুমপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৬ জন নারী ও পুরুষকে আটক করা হয়। এছাড়াও পৃথক ৫টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট ও কসমেটিক্স উদ্ধার করা হয়। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বাঘাডাংগা বিওপি’র ৬০ নং মেইন পিলার ও ৪১ নং সাব পিলারের কাছে বটতলা মোড় হতে হাবিলদার ফেরদৌস আলী মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। আটক পুরুষ সদস্যরা হলো নওগাঁ জেলার ঘোষ পাড়া গ্রামের সুজন চন্দ্র প্রামানিক (৫২), শ্রী সুনাম কুমার প্রামানিক (২৫) ও শুভ কুমার প্রামানিক (২১)। বুধবার রাত ৯টার দিকে কুসুমপুর বিওপি’র ৬১ নং মেইন পিলার ও ১৬ নং সাব পিলারের কাছে চাপাতলা গ্রামের রাস্তার উপর হতে নায়েব সুবেদার আবুল হাসান খানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১ জন নারী বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
এদিকে গতকাল শুক্রবার বেলা ১টার দিকে মাধবখালী বিওপি’র ধোপাখালী গ্রামের মোঃ আব্দুল কাদেরের আম বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। বুধবার বিকাল ৫টার দিকে সামন্তা বিওপি’র মাথাভাঙ্গা গ্রামের মাঠের মোঃ বাবর আলীর ধানক্ষেতের মধ্যে হতে হাবিলদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৬৭ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ৮টার দিকে মাটিলা বিওপি’র মাটিলা মাঠপাড়া ড্রাগন বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট ১৭৩ পিচ উদ্ধার করা হয়। একই স্থান থেকে আসামীবিহীন ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক মালামাল ২ হাজার ৩৩৮ পিচ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উথলী বিওপি’র মনোহরপুর গ্রামের মাঠের কলা বাগানের মধ্যে হতে আসামীবিহীন ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।