স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে শরিফুল ইসলাম নামে এক যুবকের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে করা হয়েছে অর্থদন্ড। গতকাল বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ গোরস্থান পাড়ার আকু মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (৩৮) হক পাড়ার মনসুরের গলির সামনে অবৈধ মাদকদ্রব্য সেবন করছিল। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শরিফুলকে মাদক সেবনরত অবস্থায় তাকে নাতে আটক করে। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামী শরিফুল ইসলামকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।