ডিজিটাল সেবায় যুক্ত হলো জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়

জীবননগর অফিস

জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল সেবায় যুক্ত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা এই সেবা ব্যবহারে শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জানতে পারবেন। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয় আইসিটি বিভাগে ডিজিটাল সেবা পদ্ধতিতে প্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের মাধ্যমে উদ্বোধন করা।

বিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, ডিজিটাল ওয়েব সাইটে শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য ও সেবা বিদ্যমান রয়েছে। এ ওয়েবসাইটের ঝশধংং বফঁ.নফ সেবা ব্যবহার করে অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইন ভর্তি, বেতন, পরীক্ষার ফি পরিশোধ, ডিজিটাল হাজিরা সহ সকল সেবা এক ক্লিকে পেতে পারবেন। এছাড়াও ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এখন থেকে তাদের অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার ফল জানতে পারবেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের ফলাফল প্রত্যেক অভিভাবক মোবাইলে খুদে বার্তার মাধ্যমে জানতে পারবেন।

শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার(মাধ্যমিক) সৈয়দ আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক  নাসিরুল হক, ওয়েব সাইটের সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয়ের আইসিটি শিক্ষক নুর কুতুবুল আলম।

প্রধান শিক্ষক মো:১ বাকি বিল্লাহ জানান, হাজারো কাজের মধ্যে অভিভাবকরা অধিকাংশ সময় ব্যস্ত থাকেন। তাদের ছেলেমেয়েরা স্কুলে আসছে কিনা তার খোঁজ খবর নিতে পারেন না। অনেক সময় শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফলের মূল্যায়ন সিট অভিভাবকদের না জানিয়ে নিজেরাই স্বাক্ষর করে বিদ্যালয়ে জমা দেয়।ফলে অভিভাবকরা তাদের সন্তানদের বিষয়ে অনেক কিছুই জানতে পারছেন না । এই সেবার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকরা সকলেই সচেতন হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *