স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ইনকাম ট্যাক্স বারে বাজেটের ওপর সাধারণ সভা আগামী ২৭ আগষ্ট বুধবার অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দুপুরে ইনকাম ট্যাক্স বারে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। চুয়াডাঙ্গা ইনকাম ট্যাক্স বারের সভাপতি সৈয়দ হেদায়েত হোসেন আসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভা সাধারণ সম্পাদক ওয়ালি-উল-আকরাম সুজন সঞ্চালনা করেন। সভায় মইন উদ্দীন মইনুল, এমএম শাহজাহান মুকুল, ইমরানুল আহমেদ, একলাছুর রহমান কাজল, জুলফিকার আলী মুকুল, রফিকুল ইসলাম, আ.স.ম. আব্দুর রউফ, ওয়াহেদুজ্জামান বুলা, আব্দুল্লাহ আল মামুন, আফজালুল হক ও কাজী শামসুল জুয়েল উপস্থিত ছিলেন।
সভায় অডিট কমিটি গঠন করা হয়। অডিট কমিটিতে আহবায়ক হিসেবে এমএম শাহজাহান মুকুল, সদস্য হিসেবে আ.স.ম. আব্দুর রউফ ও একলাছুর রহমান কাজলকে মনোনিত করা হয়। এছাড়া, শিঘ্রই নবনির্বাচিত কমিটি চুয়াডাঙ্গার উপ-কর কমিশনারে সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। ইনকাম ট্যাক্স বারের উন্নয়ন কল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহন করা হয়েছে।