উথলী প্রতিনিধি
জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ, জীবননগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিল্লুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, উথলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোশারেফ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা হোসেন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোক্তার হোসেন মুক্তি, স্থানীয় বিএনপির নেতা আব্দুর রাজ্জাক খোকন, জিনারুল ইসলাম জান্টু, হিরোক সহ অনেকে। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় সুধীমন্ডলী, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, চলতি বছরে অত্র বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় দিয়ে ৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।তাদেরকে কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় করেন বিদ্যালয় কতৃপক্ষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম।