আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগরের আন্দুলবাড়িয়া কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজ এসেম্বিলিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এনায়েতুল হক।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গর্ভনিং কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান বাবু। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে দিক নির্দেশনামুলক সমস্যাবলী, উত্তরন ও উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা করে। বিদ্যালয় না, পরিবারই হচ্ছে শিক্ষার্থীদের বড় পাঠশালা। অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় পারে সন্তানের স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য ও গন্তব্যস্থলে পৌঁেছ দিতে।
অফিস সহকারী জাহিদুল ইসলাম মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন, শিক্ষক প্রতিনিধি হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এমাজ উদ্দিন আহম্মেদ, সমাজ কল্যান বিভাগের প্রভাষক আলমগীর হোসেন, আন্দুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক ও যুবদল নেতা মির্জা শিলনসগ অননেকেই
আন্দুলবাড়িয়া কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
