চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফের সঙ্গে নাগদাহ মাধ্যমিক বিদ্যালয় কমিটি সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শরিফুজ্জামান শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি। গতকাল বুধবার বিকালা ৩টার দিকে চুয়াডাঙ্গা শহরের শরীফুজ্জামানের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে নবনির্বাচিত সভাপতি ফুল দিয়ে শরিফুজ্জামান শরীফকে শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করে।
তিনি বিদ্যালয়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনার প্রত্যাশা ব্যক্ত করেন।
শরিফুজ্জামান শরীফ নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সভাপতির ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সভাপতির সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং দলীয় ও ব্যক্তিগতভাবে সর্বসাধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান কমল, নাগদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মেম্বার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওহিমউদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য আওলাউজ্জামান রাসেল, ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল হক এবং ইউনিয়ন যুবদলের নেতা সাজ্জাদ হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *