বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মহেশপুর ব্যাটালিয়নের আয়োজনে জিন্নাহনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মহেশপুর ব্যাটালিয়নের আয়োজনে জিন্নাহনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে  জনসচেতনতা মূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

সভায় প্রধান অতিথি বলেন,  সীমান্তবর্তী এলাকার জনগণকে মানব পাচার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি মানব পাচারের ভয়াবহতা তুলে ধরে বলেন- “মানব পাচার একটি মানবতা বিরোধী জঘন্যতম অপরাধ। এই অপরাধ প্রতিরোধ করা আমাদের সবার সামাজিক দায়িত্ব। নিজ বাসায় আশ্রয় প্রদান করে পাচারকার্যে সহায়তাকারীরাও সমান অপরাধী। এ ধরনের অপরাধ থেকে সবাইকে সচেতন থাকতে হবে। মিথ্যা প্রলোভনে পড়ে অবৈধভাবে কিংবা গোপনে সীমান্ত অতিক্রম করা আইনত দণ্ডনীয় অপরাধ। যারা মানুষকে ধোঁকা দিয়ে বা ভালো চাকুরীর প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে যেতে চায়, তারা সমাজ ও দেশের শত্রু। মানব পাচারকারীর মিথ্যা প্রলোভনে নয়, নিজের পরিশ্রমই হোক জীবনে সফলতার চাবিকাঠি”। তিনি আরও বলেন, মানব পাচারকারী কখনো সমাজের বন্ধু হতে পারে না, তারা মুখোশধারী প্রতারক। এদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। সীমান্তবর্তী জনগণকে মানব পাচার প্রতিরোধে সহযোগিতা করতে হবে। পরিচয় গোপন রেখে তথ্য দিয়ে পাচারকারীদের আইনের আওতায় আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। মানব পাচার সমাজ ও জাতির জন্য লজ্জাজনক অভিশাপ। এ থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক সভা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে অবহিত করেন। সভা শেষে স্থানীয় জনগণ বিজিবি’র এ ধরনের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। অনুষ্ঠানে বাঘাডাংগা কোম্পানী কমান্ডার ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *