মেহেরপুর অফিস
পেঁয়াজ বীজ সংরক্ষণে কৃষকদের সক্ষমতা বাড়াতে মেহেরপুরের গাংনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে “এয়ার ফ্লো” মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালেব আলী। কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন কৃষকের প্রত্যেককে পেঁয়াজ বীজ সংরক্ষণের জন্য ২০ হাজার টাকার মূল্যের একটি করে ‘এয়ার ফ্লো মেশিন’ এবং দেয়াল ও মাচা তৈরির জন্য ৭ হাজার টাকা মূল্যের সরঞ্জাম প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই মেশিনের মাধ্যমে কৃষকরা শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন, যা ভবিষ্যতে বীজ উৎপাদন ও চাষে উল্লেখযোগ্যভাবে সহায়ক হবে।