পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার কুশোডাঙ্গায় মাদকাসক্ত নেশাগ্রস্ত ছেলেকে মাদকাসক্তি পূর্নবার্সনে দিয়েছে এক পিতা। রবিবার বিকেল ৪ টার দিকে তাকে হায়দারপুর মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে দেয়া হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের মন্টু মিয়ার ছেলে আব্দুর রহিম (৩৫) দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত করে আসছে। রহিমের পিতা মন্টু মিয়া জানান, আমার ছেলে একজন মাতাল দৈনিক নেশা করে বাড়িতে এসে দা হাসুয়া দিয়ে আমাদেরকে জবাই করতে আসে। ছেলের ভয়ে বাড়িতে ঘুমাতে পারি না। নেশা করে আমার জমিজায়গা সব শেষ করে ফেলেছে। এমতাবস্থায় উপাইন্তর না পেয়ে বাধ্য হয়ে ছেলেকে মাদকাসক্তি পূর্নবাসন কেন্দ্রে দিলাম। সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সহায়তায় তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দেয়া হয়েছে।