স্টাফ রিপোর্টার
অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ১৩বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। দুই দিনে বিজিবি পৃথক ৫টি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেওয়া ৪ জন ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৯ জন নারী-পুরুষকে আটক করা হয়। এছাড়াও শনিবার বিকালে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাঘাডাংগা বিওপি’র ৬০ নং মেইন পিলার ও ৩৩ নং সাব পিলারের কাছে বাঘাডাংগা গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার ফেরদৌস আলী মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১ জন (নারী) বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। গতকাল রবিবার বেলা দেড়টার দিকে বাঘাডাংগা বিওপি’র ৬০ নং মেইন পিলার ও ৩৩ নং সাব পিলারের কাছে সলেমানপুর গ্রামের মাঠের মধ্যে হতে নায়েক মোঃ শহীদুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন সকাল ৯টার দিকে বাঘাডাংগা বিওপি’র ৬০ নং মেইন পিলার ও ৩৩ নং সাব পিলারের কাছে বাঘাডাংগা গ্রামের মাঠের মধ্যে হতে নায়েক মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে ২ জন বাংলাদেশী নাগরিকদেরকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। একই সময়ে পলিয়ানপুর ৬০ নং মেইন পিলার ও ২৩ নং সাব পিলারের কাছে কাজিরবেড় ইউপি’র পলিয়ানপুর গ্রামের পশ্চিমপাড়া মাজারের পাশে হতে হাবিলদার সিকদার ইউনুস এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ কামাল হোসেন (৩৩) ও আরিফুল ইসলাম (২০)। এরা সাতক্ষীরা জেলার বাসিন্দা। গতকাল বেলা ১১টার দিকে বাঘাডাংগা বিওপি’র ৬০ নং মেইন পিলার ও ৪১ নং সাব পিলারের কাছে বাঘাডাঙ্গা গ্রামের মসজিদের সামনে হতে নায়েক মোঃ শহীদুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে সময় ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ৩ জন ও ৩ জন নারী। আটক পুরুষ সদস্যরা হলো হাফিজুল মোল্লা (২২), মিরাজুল মীর (৪১) ও মিজানুর রহমান (৫২)। এরা বাগেরহাট , নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।