মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে গাজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কাথুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও রামকৃষ্ণপুর ধলা গ্রামের রুহুল আমিনের ছেলে নাহিদ হাসান(২০) ও একই গ্রামের রাহাবুল ইসলামের ছেলে নয়ন হাসান(২১)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ধলা গ্রামের সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ধলা ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় ৪৫০ গ্রাম গাঁজাসহ নাহিদ হাসান ও নয়ন হাসানকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।