আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ ইনজেকশনসহ দুই মাদককারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১২ (বার) এ্যাম্পুল ইঁঢ়ৎবহড়ৎঢ়যরহব ওহলবপঃরড়হ ও.চ ২সষ উদ্ধার করা হয়। গতকাল শনিবার রাত ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের হাউসপুর ব্রীজসংলগ্ন একটি কাঁচা রাস্তা থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম মকবুল হোসেন এর ছেলে সোহেল (৩২), বেলগাছি গ্রামের মমত আফতাব উদ্দিন এর ছেলে আসাদুজ্জামান (৫৫)। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান, পিপিএম জানান, এসআই (নিঃ) মো. হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযানে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।