আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে চিৎলা গ্রামের মো. জিনারুল ইসলাম (৫৫), তাঁর ছেলে মো. হাশর আলী (২৫) ও ভাই মো. ইকরামুল হোসেন (৩৩) রয়েছেন। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নম্বর ৩১, তারিখ ১৭ এপ্রিল ২০২৫। অন্যদিকে, চিৎলা পালপাড়া এলাকার মো. শাহাজামাল (৫০), তাঁর ছেলে জনি (৩০) এবং স্ত্রী মোছা. মালা খাতুন (৪৫) তিনজনের বিরুদ্ধে মামলা নম্বর ৩৭, তারিখ ২০ এপ্রিল ২০২৫।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান পিপিএম বলেন- গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।