স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৮০তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় জেলা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। আছরের শুরুতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন শহিদুল ইসলাম, ডা. কামরুজ্জামান, বনলতা, হারুন-অর-রশিদ, গুরু কাজল মল্লিক, মো. আব্বাস উদ্দীন, মর্জিনা খাতুন, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, গোলাম কবীর মুকুল এবং মিম্মা সুলতানা মিতা।
চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি করেন অ্যাড. বজলুর রহমান। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, তৌহিদ হোসেন, জাহিদ হোসেন, গোলাম কবীর মুকুল ও অ্যাড. বজলুর রহমান। আসরে আরও উপস্থিত ছিলেন হোসেন মোহাম্মদ ফারুক। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৮০তম পর্বের সমাপ্তি ঘটে।