আলমডাঙ্গা থানার বিশেষ অভিযানে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আলমডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৯ (নয়) জন আসামিকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আলমডাঙ্গা থানার  চৌকস দল  এলাকায় পৃথক পৃথক স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর দক্ষিণপাড়ার মৃত মুনসুর আলী মন্ডল ছেলে একরামুল (৫২), গোবিন্দপুর মাঠপাড়া মৃত রবিউল ইসলামের ছেলে সাগর (২০), বিনোদপুর (ডাউকি) গ্রামের মোঃ গোলাম আলী ছেলে রনি ইসলাম (৩২), গোবিন্দপুর মাঠপাড়ার খোদাবক্স এর ছেলে আব্দুর ছামাদ (২৮),  হাকিমপুর গ্রামের মৃত মইছুদ্দিন মন্ডল ছেলে রমজান আলী(৫৫), গোবিন্দপুর মাঠপাড়ার মৃত আব্দুল রহমান ছেলে সিরাজুল ইসলাম (৩৫), শৈলকুপা থানার  গোয়ালপাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে ইমন হোসেন ওরফে ইমরান (২৫), চুয়াডাঙ্গার নুরনগর কলোনীপাড়ার আনোয়ার হোসেন ছেলে আল- শরীফ আকাশ(২৫) ও গোবিন্দপুর মাঠ পাড়ার আলাউদ্দিন শেখের মেয়ে মোছাঃ আলোমতি(৪৫)। আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান পিপিএম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *