স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও জজ কোর্টের আইনজীবী মরহুম আলহাজ¦ অ্যাড. মোশারফ হোসেনের স্থানীয় কল্যাণ তহবিলের নমিনি তাঁর স্ত্রী আউলিয়া হোসেন শিউলীকে ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
সম্প্রতি জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আহসান আলী ও সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল কল্যাণ তহবিলের চেকটি মরহুমের নিজ বাড়ি চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডে উপস্থিত হয়ে চেকটি প্রদান করেন। এসময় মরহুমের ছেলে এইচ,এম, আব্দুল আওয়াল মায়ের পক্ষে চেকটি গ্রহন করেন। অ্যাড. মোশারফ হোসেন ২০২৫ সালের ২৪ জানুয়ারিতে ইন্তেকাল করেন। তিনি বিগত ১৯৯২ সাল থেকে বারের স্থানীয় কল্যাণ তহবিলের সদস্য ছিলেন।