দর্শনা অফিস
পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক পদ্মা সংবাদের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৬১নং বারাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছ লাগিয়ে এই কর্মসূচির সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক পদ্মা সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান অনিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা বিএনপি নেতা সরওয়ার হোসেন, বারাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম, প্রাক্তন শিক্ষক ও সমাজসেবক আলতাফ হোসেন, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি মো: পলাশ উদ্দীন, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান হারুন অর রশিদ রাজু, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল, সহকারী শিক্ষক হাসান আলী, বিনা খাতুন, রোকসানা পারভিন, মোস্তফা কামালসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।