দর্শনায় বিজিবির স্বর্ণ-মাদক চোরাচালান ও পুশইন প্রতিরোধে সভা অনুষ্ঠিত

দর্শনা অফিস

দর্শনা ইমিগ্রেশন চত্বরে বিজিবি-৬ ব্যাটানিয়ন স্বর্ণ মাদক চোরাচালান ও পুশইন প্রতিরোধে জন সচেতনতা মুলক এক আলোচনা সভা করেছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দামুড়হুদা উপজেলা আনসার ভিডিপি সদস্য ও দর্শনা পৌর এলাকার সাধারন জনগন ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এর সার্বিক আয়োজনে ও দর্শনা বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন উপ-পরিচালক মেজর হায়দার আলি বলেন, এলাকার সব ধরনের মানুষের সহযোগিতা না পেলে স্বর্ণ মাদক চোরাচালান ও পুশইন ঠেকানো বা প্রতিরোধ করা সম্ভব না। তিনি বলেন, আমাদের আপনারা গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, যা কেউ জানবেনা। আপনার বিষয়টি গোপন থাকবে।

oplus_0

প্রধান অতিথির বক্তব্যে বিজিবি উপ-পরিচালক আরও বলেন, বর্তমানে চুয়াডাঙ্গার বিজিবির-৬ এলাকা দিয়ে রাতের আধারে চোরাইপথে গোপনে চোরাকারবারিরা এ দেশীয় সম্পদ পাচার করছে বলে অনেক অভিযোগ পাওয়া যায়। কখনো কখনো স্বর্ণ পাচারের মাধ্যমে ওপার থেকে রুপা বা মাদক দ্রব্য এনে এ দেশের যুব সমাজকে সেবন করিয়ে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যেখানে বাংলাদেশীরা কাচা টাকার প্রলোভনে পড়ে জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, কিছুই করা যাচ্ছে না। এ জন্য বিশেষ করে সীমান্তবর্তী এলাকাবাসির সহযোগীতা আমাদের খুব জরুরী হয়ে পড়েছে। আপনারা সহযোগিতা করুন, নিজেরাও সচেতন হোন। তা না হলে দেশ সমাজ মারাত্বক হুমকির মধ্যে পড়তে পারে।

এ সময় দামুড়হুদা উপজেলা আনসার ব্যাটেলিয়ন কমান্ডার সাজিদসহ ২০জন আনসার সদস্য সদস্যারা ও এলাকার গণ্যমান্য এবং সচেতন নাগরীকগন উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *