চুয়াডাঙ্গায় আধুনিক কসাইখানার নির্মাণকাজ পরিদর্শন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা বড় বাজারে আধুনিক কসাইখানা ও বুচারশপের কর্মপরিবেশ উন্নয়নের কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে পরিদর্শন করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ।

পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা বড় বাজারের মাংস পট্টিতে আধুনিক কসাইখানা ও বুচারশপ নির্মাণ এবং শেড সংস্কারের মাধ্যমে কর্মপরিবেশ উন্নয়ন করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আধুনিক কসাইখানা ও বুচারশপ নির্মাণ এবং শেড সংস্কারের ফলে বড় বাজারে নিরাপদ মাংস ক্রয়ে ভোক্তার সন্তটি এবং প্রাণির সংক্রামক রোগের পাদুর্ভাব কমে আসবে। এসময় তিনি ওয়েভ ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের সার্বিক কর্মকাণ্ডে সন্তটি প্রকাশ করেন। একই সাথে সংস্কারমূলক জনকল্যাণমুখী কাজে সংস্থার মঙ্গল কামনা করেন। এসময় তিনি বাজারের মাংস ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, স্যানেটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ওয়েভ ফাউন্ডেশনের আরএমপিটি প্রকল্পের ব্যবস্থাপক ডা. এএসএম শহীদ, প্রকল্পের ইন্টারভিশন প্রধান আশরাফুল হক ও শাহিনুল ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *