মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া অনষ্ঠিক  

আলমডাঙ্গা প্রতিনিধি:
“আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে থাকবে না কোনো ধরনের বৈষম্য। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়তে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে হলে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি নৈতিকতার ভিত্তিতেও সমাজ পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।”

এই বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-১ (চুয়াডাঙ্গা সদর-আলমডাঙ্গা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই)  বিকাল সাড়ে পাঁচটায় আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগ কর্মসূচির আগে আসাননগর জামে মসজিদে সম্প্রতি রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলে গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এরপর অ্যাডভোকেট রাসেল স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নিজের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিতে চাই না, আমরা আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই। আপনাদের দুঃখ-দুর্দশা দূর করাই আমাদের রাজনৈতিক দায়িত্ব।”

আসাননগর গ্রামে এডভোকেট রাসেলের আগমনকে ঘিরে ছিল ভিন্নধর্মী উৎসবমুখর পরিবেশ। শত শত মানুষ তাকে একনজর দেখতে এবং কথোপকথনে অংশ নিতে ভিড় করেন। এলাকাবাসীরা বলেন, রাজনৈতিক নেতারা যখন নির্বাচনের সময় ছাড়া আমাদের কাছে আসেন না, সেখানে রাসেল সাহেব নিয়মিত মানুষের পাশে থাকেন—এটাই তার প্রতি আমাদের আস্থার প্রধান কারণ।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী পরিচালক নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রবীণ ও তরুণ ভোটাররা এডভোকেট রাসেলের বক্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। তারা বলেন, তিনি যদি সংসদে যাওয়ার সুযোগ পান, তবে এ এলাকার চেহারা বদলে যাবে—আমরা বিশ্বাস করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *