মহেশপুরের কুসুমপুর সীমান্তে গ্রামবাসীর সাথে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

মহেশপুরের কুসুমপুর সীমান্তে গ্রামবাসীর সাথে ৫৮-বিজিবির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কুসুমপুর চাপাতলা গ্রামের একটি কৃষি ফার্মে মাদক, গরু ও স্বর্ণ চোরাচালান এবং সীমান্ত অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে একটি জনসচেতনতা মূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি।

সভায় লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম বলেন, সীমান্তবর্তী এলাকার জনগণকে চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি মাদক, স্বর্ণ, গরু ও মানব পাচারসহ সকল প্রকার চোরাচালানকে সামাজিকভাবে প্রতিহত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সাথে তিনি মাদককে ‘না’ বলার শপথ নেওয়া, মাদকের ক্ষতিকর দিকসমূহ আলোচনা, পাচারকারীদের সম্পর্কে তথ্য প্রদান, সন্ধ্যার পর শূন্য লাইনে যাওয়া থেকে বিরত থাকা, সীমান্ত দুর্ঘটনা প্রতিরোধে সতর্কতা অবলম্বন, ভারতীয় জমি লিজ না নেয়া, ভারতীয় জমিতে দিনমজুরের কাজ না করা, সীমান্ত অতিক্রম করে গরু না চড়ানো, গরু চোরাচালানে জড়িত না হওয়ার আহবান জানান। এছাড়া সীমান্তে সম্ভাব্য পুশ-ইন পরি¯ি’তি সম্পর্কে সজাগ থাকার ব্যাপারে সকলকে অনুরোধ করেন। তিনি আরও বলেন,  সীমান্তে সকল ধরনের চোরাচালান ও মানব পাচার একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ ক্ষেত্রে তিনি পরিচয় গোপন রেখে তথ্য প্রদানে সকলকে উৎসাহিত করেন। এছাড়া তিনি ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক সভা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। সভা শেষে ¯’ানীয় জনগণ বিজিবি’র এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং সকলে মাদক ও মানব পাচার প্রতিরোধে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৫৮- বিজিবির ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু হানিফ সিহানুক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, বেনীপুর কোম্পানী কমান্ডার এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। গতকাল রাতে ৫৮ বিজিবির সহকারি পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *