মেহেরপুরে বাড়িতে বসেই অনলাইনে জিডি কার্যক্রমের উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি

জিডি করতে এখন আর স্বশরীরে যেতে হবে না থানায়। বাড়িতে বসেই ভূক্তভোগীরা করতে পারবেন জিডি। ২০২২ সালে ২১ জুন হারানো এবং কোন কিছু পাওয়ার ক্ষেত্রে অনলাইনে জিডি কার্যক্রম শুরু হয়। এখন থেকে মেহেরপুরে যে কোন বিষয়ে বাড়িতে বসে অনলাইনে জিডি করতে পারবেন ভূক্তভোগীরা। এজন্য গুগল প্লে-স্টোরে থাকা অনলাইন জিডি নামে একটি অ্যাপে যেতে হবে ভূক্তভোগীদের। সেখানে রেজিস্ট্রেশন করবেন। এনআইডি কার্ড ও মোবাইল নম্বর দিয়ে হারানো, পাওয়া অথবা অন্যান্য অপশনে ক্লীক করার মাধ্যমে জিডির কাজ সম্পন্ন হবে।

সোমবার রাত ১২ টা এক মিনিটে মেহেরপুর সদর থানায় অনালাইনে জিডি কার্যক্রমের উদ্বোধন করেন আতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবা উদ্দীন, ডিবি ওসি গোপাল কুমারসহ পুলিশের কর্মকর্তারা। 

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, আগে অনেকেই অভিযোগ করতেন থানায় জিডি নেওয়া হয়না। এ কার্যক্রমের উদ্বোধনের পর এ অভিযোগ আর টিকবেনা ভূক্তভোগীদের। কারণ অনালাইনে জিডি করার সময় লাগবেনা কোন স্বাক্ষর ও সীল। সাথে সাথেই জিডির কাগজ বের করে নিতে পারবেন তারা। দেখতে পাবেন কোন কর্মকর্তার উপর জিডির তদন্তভার অর্পণ করা হয়েছে। জিডি করার পর পরই তদন্তে নেমে যাবেন তদন্তকারী কর্মকর্তা। তনি আরো বলেন, কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে কাউকে ফাঁসানোর জন্য জিডি করেন তার বিরুদ্ধেও রয়েছে শাস্তীমূলক ব্যবস্থা। তদন্তের মাধ্যমে উঠে আসবে পুরো সত্যটা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *