আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আলমডাঙ্গা উপজেলার বেলগাছি বাজার পাড়ার চান্দালী ছেলে জুয়েল রানা (৩০)।
সোমবার বেলা আড়াইটার দিকে এসআই (নিঃ) মনিরুল হক হাওয়াদার সঙ্গীয় ফোর্সসহ বেলগাছি মালিথাপাড়া তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে জুয়েল রানাকে হাতেনাতে গ্রেফতার করেন। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ পিচ নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা অনুযায়ী আইনগত প্রক্রিয়া শেষে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক বিক্রেতাদের কোনো ছাড় দেওয়া হবে না।