আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উপজেলা যুবদলের প্রয়াত নেতা মরহুম সুমন রেজা স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ শুরু হয়েছে। গতকাল সোমবার বিকাল চারটায় কালিদাসপুর রুপনগর মাঠে এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
টুর্ণামেন্টের আয়োজক লাভ স্টার ক্লাবের সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব মো: রফিকুল ইসলাম। উদ্বোধক ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি আলাউদ্দিন আলা, যুগ্ম সম্পাদক শওকত ওসমান, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল, ১ নং যুগ্ম আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক রকিবুল ইসলাম টগর, আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিমন, যুগ্ম আহবায়ক শাওন পারভেজ, যুগ্ম আহবায়ক আল মাহমুদ রাজ, কালিদাস পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব। অনুষ্ঠানের উদ্বোধক মোমিন মালিতা বলেন,সুমন রেজা ছিল জাতীয়তাবাদী পরিবারের অতি আপনজন।স্বৈরশাসনের বিরুদ্ধে সাহসিকতার সাথে রাজপথে নেতৃত্ব দিয়েছে। দূর্ভাগ্যবশত স্বৈরাচারের পতন দেখে যেতে পারেনি। এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২০২২ সালের ১০ এপ্রিল মারা যায়। তার স্মৃতি স্মরণে আয়োজিত এই টুর্ণামেন্টের মাধ্যমে আমরা তাকে স্মরণীয় করে রাখতে পারবো।
উদ্বোধনী ম্যাচে মোমিন মালিতা লিজেন্ডস ও আসাননগর স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে গড়ালে ১ম, ২য় ও ৩য় বার ড্র হয়। ৪র্থ বার আসাননগর স্পোর্টিং ক্লাব ১-০ ব্যবধানে মোমিন মালিতা লিজেন্ডসকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন রেফারি সোহাগ গাজী।