জমে উঠেছে আন্দুলবাড়িয়া ফলের বাজার প্রতিদিন বিক্রি হচ্ছে কোটি টাকার ফল

কেডিকে প্রতিনিধি

জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রি পাড়ার ভৈরব নদীর কোল ঘেঁষে ফলের বাজার বেশ জমে উঠেছে। প্রতিদিন বিক্রি হচ্ছে কোটি টাকার ফল। স্থানীয় চাষিরা তাদের জমিতে উৎপাদিত বিভিন্ন ফল নিয়ে বাজারে আসছেন। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা পাইকারি দামে ফল কিনে নিয়ে যাচ্ছে।

সরজমিনে ফলের বাজার ঘুরে দেখা গেছে, ফল বাজারের প্রতিটি স্টলে ড্রাগন, পেয়ারা, মাল্টা,লেবু সহ বিভিন্ন ফলে ভরে গেছে। ক্রেতারা দরকষাকষি করে ফল কিনছেন।বাজারে ক্রেতা বিক্রেতা সবাই ব্যস্ত সময় পার করছে। ফল বাজার পরিচালনা কমিটির সভাপতি ফারুক হোসেন বলেন,আন্দুলবাড়িয়া ছাড়াও আশেপাশে কেডিকে,রায়পুর উথলী ইউনিয়ন সহ আশেপাশের অনেক কৃষক বিভিন্ন ফলের চাষ করেন। এরা আগে ফল নিয়ে দূরের বাজারে গিয়ে বিক্রি করত।এতে করে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাই। এখানে ফলের বাজার হয়ে আশেপাশের কৃষকরা সহজেই তাদের উৎপাদিত ফল বিক্রি করতে পারছে।

তিনি আরও বলেন, এলাকার সকলের প্রচেষ্টায় ফল বাজার টি স্থাপন করতে পেরেছি। আমরা কৃষকদের মুখে হাসি ফোটাতে পেরেছি। প্রতিদিন দুই থেকে তিন কোটি টাকার ফল এখান থেকে বিক্রি হয়।এখানে ফল চাষিদের কোন দুর্ভোগ পোহাতে হয় না।

ফল ব্যবসায়ী লিটন মিয়া বলেন, এই ফলের বাজার টি হয়ে আশেপাশের কৃষদের অনেক উপকার হয়েছে।তারা খুব সহজেই ফল বিক্রি করতে পারছে।

ফল চাষি শামিম হোসাইন বলেন, আগে ফল নিয়ে অনেক দূরের বাজারে যাওয়া লাগতো।এতে যাতায়াত খরচ বেশি পড়ে যেত।এখন এখানে ফলের বাজার হয়ে আমাদের খুব উপকার হয়েছে।

স্থানীয়রা বলেছেন, এখানে ফলের বাজার হয়ে আশেপাশের যেমন কৃষকদের যেমন উপকার হয়েছে তেমন অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ফল বাজার আরও  প্রসারিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *