পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার ফুলবাড়ি পল্লী উন্নয়ন সংস্থা পাসর আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় হতদরিদ্র মানুষের মাঝে গবাদি পশু পালন প্রশিক্ষণ ও বিনামুল্যে গাভী বিতরন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাডী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন। প্রশিক্ষণ প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভ্যাটেনারী চিকিৎসক ডা. মনিরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লা। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন। ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রায়হান উদ্দিন, জিয়াউর রহমান জিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন সংস্থা পাস এর নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সাংবাদিক সুজন মাহমুদ। ১০ জন হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে গাভী বিতরন করা হয়।