তিতুদহ প্রতিনিধি
“স্বপ্ন সোপান” চুয়াডাঙ্গা জেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ’সুন্নাতি চেতনায় মোরা কুসুমিত তরুণদল’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি ইউনিয়নব্যাপী ইসলামি চেতনার বিভিন্ন কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এলাকার মুমূর্ষু রোগীর প্রয়োজনে রক্তের ব্যবস্থা করে যাচ্ছে ‘স্বপ্ন সোপান’ এর অংগসংগঠন “স্বপ্ন সোপান ব্লাড ব্যাংক”।
বড়শলুয়া গ্রামের ডা. কনক রেজা অংকন ১২ই নভেম্বর ২০২৪ তারিখে “স্বপ্ন সোপান ব্লাড ব্যাংক” টি প্রতিষ্ঠা করেন। সংগঠনটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বড়শলুয়ার মুস্তাফিজুর রহমান (জনি)। এছাড়াও পরিচালনার দায়িত্বে আছেন তানসির আহম্মেদ, লাবু ইসলাম, শাহীন রেজা, সাজ্জাদুর বাপ্পি, আবুজার, সাগর, আলামিন, আকাশ রানা, সাবিতসহ আরো অনেকেই।
‘মূমুর্ষূ রোগীর প্রানের টানে, এগিয়ে আসুন রক্তদানে’ স্লোগানকে সামনে রেখে ১৩ই নভেম্বর-২০২৪ ইং তারিখে সংগঠনটি প্রথম ব্লাড ডোনেট করে। এরপর থেকে সংগঠনটি এলাকার মানুষের রক্তের প্রয়োজনে নিরবিচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৯ই মার্চ ২০২৪ ইং তারিখে সংগঠনটি ১০০তম ডোনেশন পূর্ণ হয়। এ উপলক্ষে উক্ত দিনে সংগঠনের সকল রক্তদাতা এবং সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও পূনর্মিলনীর আয়োজন করা হয়। এরপর রক্তদানের কার্যক্রম অব্যাহত থাকে এবং গতকাল-২১ জুলাই সংগঠনটির ১৫০তম ডোনেশন পূর্ণ হয়েছে। ১৫০তম রক্তদাতা বড়শলুয়ার বাদশা মিয়া।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ডা. কনক রেজা অংকন বলেন, “আমাদের ‘স্বপ্ন সোপান’ এবং ‘স্বপ্ন সোপান ব্লাড ব্যাংক’ উভয় সংগঠন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে এবং সামনেও কার্যক্রম অব্যাহত থাকবে ইন শা আল্লাহ। আমি ব্লাড ব্যাংকের সকল রক্তদাতা এবং সংগঠনের দায়িত্বশীল সকল কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি এবং সামনেও এভাবেই মানবতার সেবায় কাজ করে যাওয়ার আহবান জানাচ্ছি।” সংগঠনের পরিচালক মো: মুস্তাফিজুর রহমান (জনি) বলেন, “মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে আমরা সর্বদা প্রস্তুত। চুয়াডাঙ্গা জেলার ভিতর যেকোনো সময় যেকোনো গ্রুপের রক্তের প্রয়োজনে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। ০১৮৬৩-২৫০০৪৮(জনি), ০১৯০৪-৯২৩৪৯৯(লাবু), ০১৯৫৬-৯২৩৯৬৭(সাবিত), ০১৭৬৫-৭১৫৩৯৭(আবুজার)।