চুয়াডাঙ্গায় সড়ক-মহাসড়কে মেয়াদোত্তীর্ণ বাস-ট্রাক চলাচল বন্ধ করতে অভিযান শুরু

স্টাফ রিপোটার

সড়ক-মহাসড়কে মেয়াদোত্তীর্ণ বাস-ট্রাক চলাচল বন্ধ করতে চুয়াডাঙ্গায় অভিযান শুরু হয়েছে। প্রথম দিন গতকাল রবিবার বিকালে চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড়ে এ অভিযান চালানো হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে অভিযানে সহযোগিতা করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

বিআরটিএ সুত্র জানায়, রবিবার থেকে সারাদেশে মেয়াদোত্তীর্ণ বাস-ট্রাক চলাচলে কঠোরতা আরোপ করার সিদ্ধান্ত হয়েছে। সে মোতাবেক ২০ বছরের অধিক পুরোনো বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরোনো ট্রাক-কাভার্ডভ্যান সড়কে চলাচল করলে তা জব্দ করে বাজেয়াপ্ত করা হবে। একই সাথে সরকারি নির্দেশনা মোতাবেক রবিবার থেকে শুর” হওয়া এ অভিযান চলমান থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর”ল হুদা মনির, নিরাপদ সড়ক চাই- নিসচাৎর সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নজর”ল ইসলাম ও উ”চমান সহকারী সাকির”ল ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *