স্টাফ রিপোর্টার
মহেশপুর কুসুমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
৫৮ বিজিবির সহকারি পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৬-আর ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোঃ রফিকের গোলাপ বাগানের সামনে হতে নায়েক মোঃ জয়নাল আবেদীন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার ৩ জনকে আটক করা হয়। আটকৃতরা হলো মাদারীপুর জেলার সোরাপুর গ্রামের মোঃ শাহ আরম হাওলাদা(৪২), পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সুব্রত মিন্ত্রী (৪২) ও চট্রগ্রাম জেলার সন্দীপ থানার ইমন দাস (১৮) ।