আবারও মেসির জোড়া গোল, প্রতিপক্ষকে উড়িয়ে দিল মায়ামি

অনলাইন ডেস্ক

ফুটবল বিশ্বের চিরচেনা জাদুকর লিওনেল মেসি যেন থামতেই জানেন না। ইনজুরি থেকে ফিরে এসেই আবারও দুর্দান্ত ফর্মে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা।

এমএলএসে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে রবিবার (২০ জুলাই) ভোরে মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ৫-১ গোলে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন মেসি। গত সাত ম্যাচে এটি তার ষষ্ঠ জোড়া গোল। এবারের লিগে আট ম্যাচে গোলসংখ্যা বেড়ে হয়েছে ১৩টি। মেসির এই অতিমানবীয় পারফরম্যান্সেই ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে মায়ামি।

নিউইয়র্কের স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে ম্যাচের সূচনা হয় স্বাগতিকদের দাপটে। মাত্র ১৫ মিনিটেই কর্নার কিক থেকে আলেক্সান্ডার হ্যাক গোল করে রেড বুলসকে এগিয়ে দেন। এটি ছিল তার প্রথম এমএলএস গোল।

তবে পিছিয়ে পড়ে দ্রুতই জ্বলে ওঠে ইন্টার মায়ামি। ২৪ মিনিটে মেসির দুর্দান্ত থ্রু পাস পেয়ে গোলরক্ষককে কাটিয়ে গোল করেন জর্দি আলবা। মিনিট দুয়েক পরই মেসির ক্রস থেকে সেগোভিয়া গোল করে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করেন সেগোভিয়া, স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

৬০ মিনিটে বুসকেটসের লং পাস থেকে গোলরক্ষককে কাটিয়ে নিজের প্রথম গোল করেন মেসি। এরপর ৭৫ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচে গোল করেন সুয়ারেজও।

মেসি এখন পর্যন্ত ৮ ম্যাচে করেছেন ১৩ গোল ও দিয়েছেন অসংখ্য অ্যাসিস্ট। এমন ফর্মে ২০২৪ এমএলএস কাপের ফাইনালিস্ট নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষেও মায়ামিকে রুখে রাখা গেল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *