উথলী প্রতিনিধি
জীবননগর উপজেলার উথলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উথলী হাইস্কুল ফুটবল মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে উথলী সূর্য্য তোরণ ক্লাব ফুটবল একাদশ ও মহেশপুর উপজেলার মান্দারতলা ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও টানটান উত্তেজনাকর এই খেলায় সূর্য্য তোরণ ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। বিজয়ী দলের হয়ে গোল করেন ইদ্রিস আলী ও বায়েজিদ হোসেন।
খেলা শুরুর পূর্বে উভয় দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন সূর্য্য তোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, ক্রীড়া সম্পাদক রানা আহম্মেদ, সহকারী ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের মুক্ত,ক্রীড়া অনুরাগী ব্যক্তি মোস্তাফিজুর রহমান ঝন্টু, শেখ ইদ্রিস আলী ছোট, হাফিজুর রহমানসহ অনেকেই।
মাঠভর্তি দর্শকেরা আনন্দ ও উৎসবের সাথে উভয় দলের খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন। খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন হাসান নিলয়। সহকারী রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন শাহিন আলম সিন্টু ও শরিফ সালাউদ্দিন সবুজ।
উথলীতে প্রীতি ফুটবল ম্যাচে সূর্য্য তোরণ ফুটবল একাদশের জয়লাভ
