চুয়াডাঙ্গায় বিএনপির মৌন মিছিল

স্টাফ রিপোর্টার
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার স্মরণে ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় চুয়াডাঙ্গায় মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয় শহীদ হাসান চত্বরে। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। মৌন মিছিল ও সমাবেশে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। অনেকেই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করে
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মির্জা ফরিদুল ইসলাম শিপলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরেক সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা।
এছাড়া বক্তব্য দেন, জেলা বিএনপির আরেকজন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল হাসান তনু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু। বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতা যে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলেছিল, তা ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের নির্ভীক আহ্বান। এই শহিদদের ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা আরও বলেন, গোপালগঞ্জে সাম্প্রতিক উসকানিমূলক সহিংসতা প্রমাণ করে, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তারা আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মেনে নেবে না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। চুয়াডাঙ্গাসহ দেশের প্রতিটি প্রান্তে বিএনপির নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলা হবে। তাদের দেখলেই প্রতিহত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী, র্চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো আবুল কালাম আজাদ, সাংগঠনিক মহাবুল হক মহাবুব, জেলা মহিলা দলের সভাপতি রউফুর নাহার রিনা, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: সাইফুর রশীদ ঝন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা মৎসজীবি দলের আহবায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ সেলিমুল হাবিব সেলিম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম,এ,তালহা, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোঃ মোমিনুর রহমান মোমিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীনসহ সকল ইউনিট এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অংগসঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *