জীবননগর অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশনায়ক তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে জীবননগরে ছাত্রদলের পক্ষ হতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জীবননগর থানা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল জীবননগর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নারায়ণপুর মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণ করেন জীবননগর উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কনিষ্ঠ সদস্য তোফিকুজ জামান শ্রাবণ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জীবননগর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আফ্রিদি, উপজেলা ছাত্রদলের নেতা শাহেদ আল সাহাব আফ্রিদি, জীবননগর কলেজ শাখার সাব্বির হোসেন রিংকু, সয়েব আল ফাহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানকে উদ্দেশ্য মূলক ভাবে কটূক্তি করা হচ্ছে, যা সহ্য করা হবে না। ছাত্রদল রাজপথে থেকে এর প্রতিবাদ করে যাবে।