স্টাফ রিপোর্টার
কাবডি ফেডারেশনের আয়েজনে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় কাবাডি প্রতিযোগিতা। তারুণ্যের উৎসব জাতীয় কাবাডি প্রতিযোগিতা আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে। উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা কাবাডি টিম গঠন করা হবে। সে লক্ষ্যে আগামী ২০ জুলাই রোববার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাছাইয়ে অংশ গ্রহনের জন্য চুয়াডাঙ্গা জেলার স্থায়ীভাবে বসবাসকারী কাবাডি খেলোয়াড়গণকে জন্ম নিবন্ধন/ ভোটার আইডি কার্ডের ফটোকপি, সদ্য তোলা রঙ্গিন ছবি ও প্রয়োজনীয় পোষাক সহ যথাস্থানে উপস্থিত হতে বলা হয়েছে। কাবাডি খেলোয়াড় বাছাইয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম।