ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় আরো এক আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার নান্নু কাজী (২৭) মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি। এ হত্যাকাণ্ডে এ পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

আসামি নান্নুকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১-এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে নান্নু কাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে র‍্যাব-১০-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লাল চাঁদকে হত্যা করে একদল লোক। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে ও ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ।

লাল চাঁদ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। নিহত লাল চাঁদের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরো ১৫-২০ জনকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *