স্টাফ রিপোর্টার
দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকা অফিস পরিদর্শন করলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা ১ আসনের এমপি প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এ সময় পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ, বার্তা সম্পাদক মোঃ পলাশ উদ্দিন ও এ এইচ কামরুলের সাথে কুশলাদি বিনিময় করেন।
অ্যাড রাসেল বলেন, অল্প দিনেই প্রতিকাটি সবার নজর কেড়েছে। আগামীতে আজকের চুয়াডাঙ্গা পত্রিকাটি নিরপেক্ষ ভূমিকা পালন করবে এমনটা আশা করি।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের প্রচার বিভাগের সভাপতি মফিজুর রহমান জোয়ার্দ্দার, জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি হুমায়ুন কবির, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আশিক শফি, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন সহ ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।