উথলী প্রতিনিধি
জীবননগর উপজেলার উথলী হাইস্কুল ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে উথলী সূর্য্য তোরণ ক্লাব ফুটবল একাদশ ও দর্শনার উক্ত ফুটবল একাদশ। খেলা শুরুর পূর্বে উভয় দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন সূর্য্য তোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, ক্রীড়া অনুরাগী ব্যক্তি শেখ ইদ্রিস আলী ছোট, হাফিজুর রহমান, শাহিন আলম সিন্টুসহ অনেকেই। টানটান উত্তেজনার এই খেলায় প্রথমার্ধে ১-১ গোলে সমতা থাকে। দ্বিতীয়ার্ধে খেলায় উথলী ফুটবল একাদশ ২ গোলে এগিয়ে যায়। ফলে ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে উথলী সূর্য্য তোরণ ফুটবল একাদশ।
উথলী ফুটবল একাদশের দলীয় অধিনায়ক জাহিদ হাসান ইদ্রিস হ্যাট্রিক করেন। খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার উথলী প্রতিনিধি সাংবাদিক হাসান নিলয়।